৪ মার্চ, ২০২৪ ১৮:২২

ববির নতুন উপাচার্য মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ববির নতুন উপাচার্য মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়াকে বরিশাল বিশ্ববিদ্যায়ের নতুন উপাচার্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। 

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেয়া হয়। এর আগে একই বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ১০ (১) ধারা অনুসারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়াকে (ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদ থেকে অব্যাহতি দিয়ে পূর্বক একই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেয়া হলো। 

শর্তে উল্লেখ করা হয়, উপাচার্য হিসেবে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর হবে। উপাচার্য পদে বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি প্রাপ্য হবেন। বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন তিনি। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোন সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। 

এর আগে গত ৫ নভেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের ৪ বছরের মেয়াদ শেষ হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।


 
বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর