২১ এপ্রিল, ২০২৪ ১৪:৫৪

তীব্র তাপপ্রবাহে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত জবির, বন্ধ থাকবে পরীক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

তীব্র তাপপ্রবাহে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত জবির, বন্ধ থাকবে পরীক্ষা

তীব্র তাপপ্রবাহে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। এসময় বন্ধ থাকবে সকল ধরনের পরীক্ষা। এসব পরীক্ষার সময় পুননির্ধারণ করা হবে পরবর্তী সময়ে। 

আজ রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এক জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন। 

প্রক্টর বলেন, এ সপ্তাহে সকল ক্লাস অনলাইনে নেওয়া হবে। সেইসঙ্গে যেই সকল বিভাগের মিডটার্ম ও সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলমান আছে তা স্থগিত রেখে পুননির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, আপাতত চলতি সপ্তাহের জন্য আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। গরমের তীব্রতার ওপর নির্ভর করে আগামী সপ্তাহে আবারও মিটিং করা হবে। সেখানে পরবর্তী সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে ক্লাস-পরীক্ষা হবে কি না অথবা হলেও কীভাবে নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত আসবে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর