২৬ মে, ২০২৪ ২১:৩৩

ক্যান্সারের কাছে হার মানলেন জবি অধ্যাপক শিল্পী খানম

জবি প্রতিবেদক

ক্যান্সারের কাছে হার মানলেন জবি অধ্যাপক শিল্পী খানম

অধ্যাপক ড. শিল্পী খানম

ক্যান্সারের বিরুদ্ধে দীর্ঘ আড়াই বছর লড়ে হার মানলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. শিল্পী খানম। রবিবার বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সহযোগী অধ্যাপক শাহ মো. আরিফুল আবেদ।

গত আড়াই বছর আগে ক্যান্সার ধরা পড়ে অধ্যাপক শিল্পী খানমের। দেশে কিছুদিন চিকিৎসার পর তাকে নেয়া হয় ভারতে। সেখানে টাটা মেমোরিয়াল হাসপাতালে প্রায় দেড় মাস চিকিৎসা শেষে ফিরে আসেন তিনি। এরপর অবস্থার অবনতি হওয়ায় গত শুক্রবার রাতে অধ্যাপক শিল্পী খানমকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছিল।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর