দেশের চারটি সরকারি কলেজ এবং বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ২১টি ভবন-স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোয় থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, শেখ কামালসহ অনেক আওয়ামী লীগ ঘরানার নেতাদের নাম সরিয়ে নতুন নামকরণ করা হয়েছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে এ তথ্য।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোট ৪টি সরকারি কলেজের নাম এবং ২১টি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। এ ক্ষেত্রে অধিকাংশ প্রতিষ্ঠানে আগের নাম থেকে রাজনৈতিক ও পারিবারিক অভিঘাত মুছে দিয়ে নিরপেক্ষ বা ভৌগলিকভিত্তিক নাম যুক্ত করা হয়েছে।
পরিবর্তন করা কলেজসমূহের নাম
‘শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বরিশাল’-এর নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ‘সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বরিশাল’। ‘সরকারি জয়বাংলা কলেজ, খুলনা’র নাম পরিবর্তন করে নতুন করে রাখা হয়েছে ‘খুলনা সরকারি কলেজ, খুলনা’, ‘জিল্লুর রহমান সরকারি মহিলা কলেজ, ভৈরব’-এর নতুন নাম ‘ভৈরব সরকারি মহিলা কলেজ’ এবং ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ, ইটনা’-এর নতুন নাম করা হয়েছে ‘ইটনা সরকারি কলেজ’।
যেসব স্থাপনার নামে পরিবর্তন হয়েছে
প্রজ্ঞাপন অনুযায়ী বিভিন্ন কলেজে স্থাপিত ছাত্রাবাস, একাডেমিক ভবন ও ছাত্রীনিবাসের নাম থেকেও শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রাসেল, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, ডা. ওয়াজেদ মিয়াসহ আরও অনেকের নাম বাদ দেয়া হয়েছে। এরমধ্যে রয়েছে বরগুনা সরকারি মহিলা কলেজের ‘শেখ হাসিনা ছাত্রীনিবাস’ এখন থেকে শুধু ‘বরগুনা সরকারি মহিলা কলেজ ছাত্রীনিবাস’ নামে পরিচিত হবে। একইভাবে ঢাকা কলেজের ‘শেখ কামাল হল’ পরিচিত হবে ‘বিজয় ২৪’ এবং ‘শেখ জামাল একাডেমিক ভবন’ পরিচিত হবে ‘জুলাই ৩৬ একাডেমিক ভবন’। শরীয়তপুর সরকারি কলেজের ‘শেখ রাসেল ছাত্রাবাস’ হয়েছে ‘শহীদ মামুন ছাত্রাবাস’। তিতুমীর কলেজের ‘ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন’ এখন থেকে ‘নতুন বিজ্ঞান ভবন’ নামে পরিচিত হবে।
এছাড়া বিভিন্ন কলেজের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাস’-এর নামও একাধিক ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে। রাজবাড়ী সরকারি কলেজে নাম পরিবর্তনের পর নতুন নাম হয়েছে ‘তাপসী রাবেয়া ছাত্রীনিবাস’; দিনাজপুর সরকারি কলেজে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাস’-এর নামকরণ করা হয়েছে ‘ছাত্রীনিবাস-৩’। নরসিংদী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার, যশোর, পাবনা ও সন্দ্বীপের সরকারি কলেজগুলোর বিভিন্ন ভবনেও একই ধরনের নাম পরিবর্তন করা হয়েছে।
এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বিভাগের ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারির চিঠির আলোকে এবং মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিশাখার পরামর্শ অনুযায়ী এসব নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত