২৪ এপ্রিল, ২০১৯ ১৩:৫৫

সিলেটের বাজারে ২ লাখ টাকার বাঘাইড়

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের বাজারে ২ লাখ টাকার বাঘাইড়

সিলেট নগরীর লালবাজারে ৮০ কেজি ওজনের একটি বাঘমাছ বিক্রির জন্য উঠেছে। বুধবার সকালে বাজারে কেজি দরে বিক্রি শুরু করা হচ্ছে মাছটি।

লালবাজারে গিয়ে দেখা যায়, বাঘাইড় মাছটি কেটে প্রতি কেজি দরে বিক্রি করছেন ব্যবসায়ী মখলিছ মিয়া।

মখলিছ মিয়া জানান, সিলেট সদর উপজেলার কুশিঘাট সোনাপুর এলাকাস্থ সুরমা নদীতে হেলাল মিয়া নামের এক ব্যক্তির জালে মাছটি ধরা পড়ে। তিনি মাছটি বিক্রি করতে লালবাজারে নিয়ে আসেন। এক লাখ ২০ হাজার টাকায় বাঘমাছটি কিনে নেন মখলিছ মিয়া।

তিনি আরও জানান, দর-দামে না মেলায় পুরো মাছটি একসঙ্গে বিক্রি না করে কেটে বিক্রি করছেন। 

বিক্রেতা মখলিছ মিয়ার তথ্যানুসারে, ৮০ কেজি ওজনের বাঘমাছটি প্রতি কেজি ২৫০ টাকা করে বিক্রি করলে পুরো মাছের দাম পড়ে দুই লাখ টাকা।

বিডি প্রতিদিন/২৪ এপ্রিল ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর