সিলেটে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া যুক্তরাজ্যফেরত নারীর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মেলেনি। মঙ্গলবার আইইডিসিআর’র থেকে আসা রিপোর্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
ওই নারীর অসুস্থতার লক্ষণের সাথে কেভিড-১৯ এর সামঞ্জস্য থাকায় তাকে হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছিল।
জানা যায়, গত রবিবার ভোররাতে যুক্তরাজ্য ফেরত ওই নারী সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তাকে আইইডিসিআরের প্রটোকল অনুযায়ী হযরত মানিকপীর (রহ.) এর করবস্থানে দাফন করা হয়। মারা যাওয়ার পর আইইডিসিআর ওই নারীর মুখের লালাসহ কিছু আলামত পরীক্ষার জন্য সংগ্রহ করে।
মঙ্গলবার আইইডিসিআরের রিপোর্টে জানানো হয় ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না।
বিডি প্রতিদিন/এনায়েত করিম