সহানুভূতি জানাতে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরানের বাসায় গেলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সহধর্মিনী সেলিনা মোমেন।
বুধবার সকাল ১১টার দিকে বদর উদ্দিন আহমদ কামরানের ছড়ারপাড়স্থ বাসায় যান তিনি। এ সময় সেলিনা মোমেনের সাথে ছিলেন জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান শিল্পপতি হেলেন আহমদ।
সেলিনা মোমেন মহিলা আওয়ামী লীগ নেত্রী কামরানপত্মী আসমা কামরানকে সান্ত্বনা দেন ও পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি জানান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন