সিলেটের জকিগঞ্জের থানাধীন জামালপুর গ্রাম থেকে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় র্যাব তাদের কাছ থেকে ১ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করে। তারা হলেন- জকিগঞ্জের পিরোজপুর গ্রামের মৃত আজির উদ্দিন ছেলে আব্দুল হক (৩৮) ও একই গ্রামের মকরম আলীর ছেলে আব্দুস ছামাদ (২৮)।
আজ শুক্রবার দুপুরে জকিগঞ্জ থানা পুলিশ গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলমের নেতৃত্বে র্যাব এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৯ এর এএসপি আফসান আল আলম এই তথ্য নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব এ অভিযান পরিচালনা করে। এসময় দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর