সিলেটের কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়া প্রায় আড়াইশ’ কেজির বাগাইড় মাছটি শেষ পর্যন্ত কেটে বিক্রি করা হয়েছে। আজ বুধবার নগরীর লালবাজারে কেজি ধরে মাছটি বিক্রি করা হয়।
মাছটি বিক্রি করে প্রায় চার লাখ টাকা পেয়েছেন বলে জানিয়েছেন ব্যবসায়ী আনোয়ার হোসেন।
জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়ে প্রায় ছয় মণ ওজনের একটি বাঘাইড়। মাছটি জেলেদের কাছ থেকে কিনে নগরীর লালবাজারে তুলেন ব্যবসায়ী আনোয়ার হোসেন। পরে তিনি সেটি লালবাজারে তুলে দাম হাঁকেন পাঁচ লাখ টাকা।
কিন্তু সর্বোচ্চ দাম ওঠে সাড়ে তিন লাখ টাকা। মনমতো দাম না পেয়ে তিনি গতকাল বুধবার সকালে মাছটি কেটে বিক্রি করেন। এক হাজার থেকে আড়াই হাজার টাকা কেজি দামে বিক্রি করা হয় মাছটি। মাছটি কেজি দরে বিক্রি করে আনোয়ার হোসেন প্রায় চার লাখ টাকা পেয়েছেন বলে জানিয়েছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর