মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বুধবার রাতের কাল বৈশাখী ঝড়ে কৃষক, দিনমজুর ও হতদরিদ্র্রের প্রায় শতাধিক ঘর লণ্ডভণ্ড হয়েছে। ক্ষতিগ্রস্ত ঘর নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।
খোঁজ নিয়ে জানা যায়, রাজনগর উপজেলার সদর ইউনিয়নের কমলারাণীর দীঘির পাড়ে ভূমিহীনদের একটি ঘরের চাল উড়িয়ে নিয়েছে বৈশাখী ঝড়। এছাড়াও উপজেলার পাঁচগাঁও, উত্তরভাগ ও মুন্সিবাজার ইউনিয়নসহ বিভিন্ন এলাকার প্রায় শতাধিক ঘরের চাল উড়ে গেছে। আবার কোথাও কোথাও ঘরের উপরে গাছ ভেঙে পড়ার খবর পাওয়া গেছে।
এ বিষয়ে পাঁচগাঁও ইউনিয়নের কৃষক তখবীর মিয়া বলেন, আমার ঘরের একাংশ ও আমার ভাই নবীর মিয়া’র পুরো ঘর মাটিতে বিধস্ত হয়ে গেছে।
দিনমজুর ডিপলু মিয়া বলেন, আমার ঘরের চাল গাছ ভেঙে পড়েছে। টাকার অভাবে গাছ সরাতেও পারছি না। কিন্তু এখন কীভাবে পরিবার নিয়ে থাকব দুশ্চিন্তায় আছি।
রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল বলেন, বাকি ঘরগুলো টিকিয়ে রাখার জন্য জিআই তার দিয়ে আটকিয়ে রাখার ব্যবস্থা করছি। পুরো উপজেলার কী পরিমাণ ক্ষতি হয়েছে সে বিষয়ে খোঁজ নিচ্ছি।
বিডি প্রতিদিন/ফারজানা