১৫ মে, ২০২১ ১২:১৮

সিলেট ও শ্রীমঙ্গলে সর্বোচ্চ বৃষ্টিপাত, বাড়বে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট ও শ্রীমঙ্গলে সর্বোচ্চ বৃষ্টিপাত, বাড়বে তাপমাত্রা

প্রতীকী ছবি

আগামী ২৪ ঘণ্টায় সিলেটে বৃষ্টির পরিমাণ কমে আসবে, তবে তাপমাত্রা বাড়তে পারে। শনিবার সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেট ও শ্রীমঙ্গলে। উভয় জায়গায় বৃষ্টির পরিমাণ ছিল ৩৯ মি.লি. করে।

আজ শুক্রবার রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানায়। 

অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ইতোমধ্যে কিছু এলাকায় তাপমাত্রা বাড়ার পাশাপাশি দাবদাহ শুরু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় মংলায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেতুঁলিয়ায় ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পরিস্থিতিতে বলা হয়েছে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। এছাড়া ৫ দিনের আবহাওয়ার পরিস্থিতিতে দেখা যাচ্ছে, তাপমাত্রা বাড়তে পারে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর