১৭ জানুয়ারি, ২০২২ ১৭:৫৬

সিলেটে যাত্রা শুরু করল মেরিন একাডেমি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে যাত্রা শুরু করল মেরিন একাডেমি

৭০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলো সিলেট মেরিন একাডেমি। শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ৩৫ জন নটিক্যাল ও ৩৫ জন ইঞ্জিনিয়ারিং ক্যাডেট। গতকাল রবিবার দিনভর অভিষেক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় সিলেট মেরিন একাডেমির প্রথম ব্যাচের ক্যাডেটদের। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিক। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ক্যাডেটদের মাঝে নতুন বছরের পাঠ্যবই বিতরণ করেন। তিনি ক্যাডেটদের কঠোর অধ্যবসায় এবং শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা মেনে প্রশিক্ষণ সম্পন্ন করে একজন দক্ষ, পেশাদার কর্মকর্তা হিসেবে নিজেদেরকে গড়ে তোলার পরামর্শ দেন। 

আন্তর্জাতিক মানসম্পন্ন এই একাডেমিতে প্রশিক্ষণ শেষে ক্যাডেটরা আন্তর্জাতিক নৌবহরে দক্ষ কর্মকর্তা হিসেবে চাকরির সুযোগ পাবেন এবং আর্থ-সামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এবিএম শামীম। 

প্রসঙ্গত, ১৯৬২ সালে বাংলাদেশে মেরিন একাডেমি প্রতিষ্ঠা হলেও স্বাধীনতা পরবর্তী ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুচিন্তিত সিদ্ধান্তে বাংলাদেশ মেরিন একাডেমি পুনর্গঠিত হয়।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর