করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরপ্রশাসক নুসরাত জাহান। গতকাল বুধবার নমুনা পরীক্ষা দিলে করোনা পজেটিভ রিপোর্ট আসে তার। বর্তমানে তিনি তার সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রচণ্ড জ্বর, ব্যথা, সর্দি-কাশি নিয়ে বুধবার নমুনা দিই। বিকেলেই কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট আসে। এরপর থেকে সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছি। দ্রুত আরোগ্য লাভের জন্যে সকলের দোয়া কামনা করছি।
বিডি প্রতিদিন/ফারজানা