এক মামলার সাজা থেকে বাঁচতে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে কাঞ্চন দাশ নামে এক ব্যক্তি। সেই ভুয়া পরিচয়পত্র দিয়ে ২৩ বছর পার করলেও শেষ রক্ষা হয়নি তার।
গতকাল শুক্রবার রাতে নগরীর চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। কাঞ্চন দাশ কোতোয়ালী থানার টেরী বাজার মালি পাড়া আফিমের গলি এলাকার ভানু কুমার দাশের ছেলে।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ১৯৯৬ সালে দায়ের হওয়া এক মামলায় গ্রেফতার হন কাঞ্চন। এরপর জামিনে মুক্তি পেয়ে ডবলমুরিং এলাকায় চলে যায় এবং নিজের নাম প্রদীপ দাশ দিয়ে জাতীয় পরিচয় পত্র তৈরি করে।
তিনি আরও জানান, পরবর্তীতে মামলায় সাজা হয়েছে জেনে সে একাধিকবার ঠিকানা পরিবর্তন করে। এতো বছর এ পরিচয় নিয়ে তিনি পলাতক ছিলেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ