চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় গাড়ির নিচে চাপা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার উপজেলার ছোট কুমিরা বাইপাস এলাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান আগ্রাবাদ ফায়ার স্টেশনের সহকারী পরিচালক জসীম উদ্দিন।
তিনি বলেন, একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বেপরোয়া গতির অজ্ঞাত একটি গাড়ির ধাক্কা লাগলে গাড়িটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এ সময় গাড়ি চাপায় এক ব্যক্তি নিহত হন। তবে রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তি পরিচয় পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/১৫ জুন, ২০১৯/মাহবুব