২৫ জুন, ২০১৯ ২০:০৭

২০২১ সালে আউটসোর্সিং খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

২০২১ সালে আউটসোর্সিং খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের স্বপ্ন

‘বিশ্বে বছরে এক ট্রিলিয়ন মার্কিন ডলারের বাজার রয়েছে আউটসোর্সিংয়ের। প্রতিবেশি দেশ ভারত এ খাতে আয় করছে ১০০ বিলিয়ন ডলার। বিশ্বের ৫০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ২২তম। তবে ২০২১ সালে       বাংলাদেশ আউটসোর্সিং খাত থেকে ৫ বিলিয়ন ডলার আয়ের স্বপ্ন দেখছে।     তাতে জিডিপিতে এ খাতের অবদান দাঁড়াবে ৫ শতাংশে।’    

চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় বিপিও সামিট উপলক্ষে ‘ইউথ এনগেজমেন্ট প্রোগ্রামে বক্তারা এসব কথা বলেন। 

মঙ্গলবার সকালে নগরের অফিসার্স ক্লাব মিলনায়তনে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. নজরুল ইসলাম, ফ্রিল্যান্সার এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি মো. নজরুল ইসলাম। জেলা প্রশাসনের সহকারী কমিশনার (আইসিটি) সুরাইয়া ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দেশের দক্ষ, অভিজ্ঞ ফ্রিল্যান্সার ও আউটসোর্সিং প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি বিভিন্ন তথ্য প্রযুক্তি প্রশিক্ষক, প্রশিক্ষণার্থীসহ প্রায় ৩০০ অংশগ্রহণকারী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এবারের বিপিও সামিটের প্রতিপাদ্য ছিল ‘ট্রান্সফার্মিং সার্ভিসেস টু ডিজিটাল’।

বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, ‘বিপিও এখন বিশ্বজুড়ে একটি ব্যাপক সম্ভাবনাময় খাত। বাংলাদেশের অসংখ্য তরণ-তরুণী এ খাতের সঙ্গে যুক্ত হয়ে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্র আয় করছে। ভবিষ্যতে এ খাত গার্মেন্টস খাতকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিশ্বজুড়ে কয়েক হাজার কোটি ডলারের বাজার এটি। আমরা এখনও এ খাতে খুব ভালো অবস্থানে না গেলেও অপার সুযোগ রয়েছে। কারণ আমাদের দেশের জনবলের ৬৫ শতাংশই তরুণ। বিশাল এই তরুণ সমাজকে বিপিও খাতের জন্য তৈরি করতে হবে। সম্মেলনের মাধ্যমে তরুণদের কাছে এই বার্তাটিই পৌঁছে দেওয়া হচ্ছে।’  

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর