চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৪৬৬ কিলোমিটার সড়ক এলইডি বাতির মাধ্যমে আলোকায়নের জন্য একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৬০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দোহা বলেন, ‘চট্টগ্রাম নগরে পরিবেশবান্ধব, বিদ্যুৎসাশ্রয়ী ও টেকসই প্রযুক্তির এলইডি বাতি দিয়ে সড়ক আলোকায়নে ৪৬৬ কিলোমিটার সড়ক এলইডির আওতায় আনা হবে। একনেক সভায় ২৬০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়। ইতিমধ্যে রাজস্ব তহবিল থেকে ১৬ কিলোমিটার ও পৃথক একটি প্রকল্পের মাধ্যমে ৫৮ কিলোমিটার সড়ক এলইডির আওতায় আনা হয়। এলইডি বাতির ক্ষেত্রে ৫ বছর রক্ষণাবেক্ষণ খাতে কোনো খরচ থাকে না। তাই এটি সাশ্রয়ী ব্যবস্থা।
বিডি প্রতিদিন/এ মজুমদার