পদ্মা সেতু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে আরমান হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৭।
শুক্রবার ভোর রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আরমান হোসেন আনোয়ার বারখাইন এলাকার হাসেম প্রকাশ হোসেনের ছেলে।
র্যাব-৭ সহকারি পরিচালক মাশকুর রহমান বলেন, আরমান ‘পদ্মা সেতু তৈরিতে মানুষের মাথা প্রয়োজন’ এ ধরণের গুজব প্রচার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত ৮ জুলাই বিকেলে ইউটিউবের একটি ভিডিও শেয়ার করে আরমান। যাতে লেখা ছিল ‘মানুষের মাথা লাগবে পদ্মা সেতুতে, অলরেডি চারজন গায়েব, আতঙ্কে গ্রামছাড়া হাজার মানুষ’। এছাড়া আরো অনেক গুজবের ভিডিও শেয়ার করে। এ ঘটনার তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন