চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীগণ রবিবার পবিত্র ঈদুল আজহা পালন করেছেন।
উল্লেখ্য যে, দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীগণ দীর্ঘ ২০০ বছর ধরে পূর্বত্মন পীর-মুরশিদ কতৃর্ক প্রদত্ত রুইয়াতিল হেলাল বিষয়ক ফতোয়ার ভিত্তিতে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা এবং চন্দ্র উদয় নির্ভর ইসলামী সকল ইবাদত ও অনুশাসনসমূহ পালন করে আসছেন।
বিডি প্রতিদিন/ফারজানা