গুজব রটিয়ে গ্রেফতার হয়েছেন রাহিদুল ইসলাম ওরফে রাহাত কবির নামে এক যুবক। গত শনিবার রাতে নগরীর একে খান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ও দুটি সিম জব্দ করা হয়। গ্রেফতার হওয়া রাহাত কবির ভোলা জেলার বোরহান উদ্দিন থানার তছলিম মুন্সির ছেলে।
র্যাব-৭ সহকারি পরিচালক মাশকুর রহমান বলেন, গ্রেফতার হওয়া রাহাত একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী ও রাস্ট্রের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য, ছবি এবং ভিডিও প্রচার করে। গোপন সূত্রে এ খবর পেয়ে থাকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে রাহিদুল ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়ানোর কথা স্বীকার করেছেন। তার দেয়া তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার