২১ অক্টোবর, ২০১৯ ১৮:০৯
সেমিনারে বক্তারা

আমাদের অভ্যাসের কারণেই পানির ভূগর্ভস্থ স্থর নিচে নামছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

আমাদের অভ্যাসের কারণেই পানির ভূগর্ভস্থ স্থর নিচে নামছে

প্রতীকী ছবি

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, ‘আমরা প্রত্যেকে নিজেই নিজের গভীর নলকূপ থেকে পানি তুলে পান করি। তাই প্রত্যেকেই একটি করে নলকূপ স্থাপন করি। অথচ কখনো বৃষ্টির পানি জমিয়ে রেখে ব্যবহারে অভ্যস্ত নই। আরো দুঃখজনক হলো শহরের ভবনগুলো তৈরির ক্ষেত্রে বৃষ্টির পানি ধরে ব্যবহারের বিষয়টি নকশার সঙ্গে বাধ্যতামূলক করা হয়নি। কিন্তু এশিয়া মহাদেশের অনেক দেশেও এমন ব্যবস্থা আছে। সব মিলে আমাদের অভ্যাসের কারণেই পানির ভূগর্ভস্থ স্থর নিচে নামছে। এ কারণে আমরা সকলেই জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির সম্মুখীন হচ্ছি।’  

সোমবার দুপুরে নগরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে জলবায়ু পরিবর্তন সহনশীল উপকূলীয় বাধ নির্মাণ ও টেকসই নিরাপত্তায় প্রয়োজন পানি উন্নয়ন বোর্ডের আধুনিকায়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সেমিনারে বক্তব্য রাখেন কাউন্সিলর আবিদা আজাদ, বাংলাদেশ রোরাল ডেভলপমেন্টের উপ পরিচালক মোর্শেদ আলম, পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রামের উপ পরিচালক (প্রশাসন) শহিদ উদ্দিন, উপসহকারি প্রকৌশলী শওকত ইকবাল, গবেষণা কর্মকর্তা সাদাত হোসেন প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেন, ‘বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে নদী ভাঙন বাড়ছে। নদী ভাঙনের ফলে উপকূলীয় মানুষ বাস্তুহারা হচ্ছে। এ ব্যাপারে টেকসই উপকূলীয় বাধ নির্মাণ করা জরুরি।’   

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর