চট্টগ্রাম-৮ (চান্দঁগাও-বোয়ালখালী) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ চলে।
এই নির্বাচনে বিভিন্ন প্রার্থীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ (নৌকা), বিএনপির প্রার্থী আবু সুফিয়ান (ধানের শীষ) তাছাড়া এই আসনের অন্য চার প্রার্থী হলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দীন (চেয়ার), বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট (বিএনএফ) এসএম আবুল কালাম আজাদ (টেলিভিশন), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির বাপন দাশগুপ্ত (কুড়েঁঘর), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক (আপেল)।
উল্লেখ্য, চট্টগ্রাম-৮ আসনের মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৪’শ ৮৫।
বিডি প্রতিদিন/হিমেল