‘অস্তিত্বের সন্ধানে, শেকড়ের টানে’ স্লোগানে সমাজ সমীক্ষা সংঘ আয়োজন করেছে দু’দিন ব্যাপী লোক সংস্কৃতি উৎসব।শনিবার ছিল জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে এ উৎসবের শেষদিন।
আয়োজকরা জানান, আমাদের লোক সংস্কৃতি আজ হুমকির মুখে। আমাদের লোকায়ত সংস্কৃতি আমাদেরই রক্ষা করতে হবে, কোনোভাবে তার ব্যত্যয় ঘটলে আমাদের অস্তিত্ব চরম সঙ্কটের মুখে পড়বে। তাই নতুন প্রজন্মকে নিজের কৃষ্টি-সংস্কৃতি, ঐতিহ্য সম্বন্ধে জানতে হবে এবং জাতিগত বিকাশের পথ খুঁজে বের করতে হবে। উৎসবের ১ম দিন উৎসর্গ করা হয় বিশিষ্ট নাট্যকার, শিক্ষাবিদ অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদকে। দ্বিতীয় দিন উৎসর্গ করা হয় বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুবীর নন্দীকে।
শনিবার উৎসবের দ্বিতীয় দিন উখিয়া সাহিত্য কুটিরের পরিবেশন করে পুরনো দিনের ঐতিহ্যবাহী গান হঁলা, বান্দা, ভাইট্টালি, হাইল্ল্যাগীতি, মুরারকূইল্যা ও হালদা ফাডা গান। উৎসবমঞ্চে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক মো. আজিজুর রহমান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সুনামগঞ্জের দেবদাস চৌধুরী ও তুলিকা ঘোষ চৌধুরী পরিবেশন করেন হাছন রাজা, শাহ আব্দুল করিম ও রাধারমণের গান। পল্লী গীতি পরিবেশন করেন নান্টু দেবনাথ ও প্রিয়া ভৌমিক। বিশিষ্ট নৃত্যশিল্পী ক্য মন’র পরিচালনায় আদিবাসী নৃত্য পরিবেশন করেন কক্সবাজারের আরিয়ান রাখাইন শিল্পী গোষ্ঠী। সবশেষে সঙ্গীত দল মাটির গানের পরিবেশনায় ছিল ভাদু, টুসু, ঝুমুর, নাচনী, লেটো, চটকা, আলকাপ, ফকিরি, মারফতি ও ভাওয়াইয়া গান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন