চট্টগ্রামের রাউজানার থানার যৌতুকের জন্য নির্যাতন করে স্ত্রীকে হত্যার মামলায় স্বামী মো. এসকান্দরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসকান্দর রাউজান উপজেলার শাহানগর এলাকার শরীফ বাড়ীর মো. নুরুজ্জামানের ছেলে। বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল জাহিদুল হক এ রায় দেন।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আবু সাঈদ বলেন, যৌতুকের জন্য নির্যাতন করে স্ত্রীকে হত্যার মামলার অভিযোগ ১৫ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. এসকান্দরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মো. এসকান্দর জামিন গিয়ে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সাজার পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।
মামলার নথি থেকে জানা যায়, হাটহাজারী উপজেলার ছিপাতলী এলাকার মিনু আক্তারের সঙ্গে রাউজান উপজেলার শাহানগর এলাকার মো. এসকান্দরের সঙ্গে ২০১৩ সালে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য মিনুকে নির্যাতন করে এসকান্দর। ২০১৭ সালের ১ জানুয়ারি যৌতুকের জন্য কথা–কাটাকাটির এক পর্যায়ে মিনুকে শ্বাস রোধে হত্যা করে। এই হত্যার ঘটনায় মিনুর ভাই নাঈম উদ্দিন বাদী হয়ে রাউজান থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয়। ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর আসামি এসকান্দরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
বিডি প্রতিদিন/এএম