জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মোহাম্মদ উল্লাহ বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আদর্শ রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী শফিউল আলমের বিজয় সুনিশ্চিত করতে হবে। ইসলামের সুমহান আদর্শ পৌঁছিয়ে দিতে হবে প্রতি মানুষের কাছে। আগামী নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক দক্ষতা অর্জন ও জনসাধারণকে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের গুরুত্ব সম্পর্কে অবহিত করতে হবে। বুধবার দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশে তিনি একথা বলেন।
দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আমির মজিবুর রহমানের সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি মু. হায়দার আলীর সঞ্চালনায় অতিথি ছিলেন চট্টগ্রাম-১১ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শফিউল আলম, চট্টগ্রাম-১১ আসনের সদস্য সচিব ও সদরঘাট থানা আমির আবদুল গফুর, মহানগরী জামায়াতের শূরা সদস্য, ডবলমুরিং থানা জামায়াতের আমির ফারুকে আযম, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন ওয়ার্ড সহকারী সেক্রেটারি কাজী মোরশেদ আলম, ২৭ দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মুজিবুর রহমান, শাহাবুদ্দিন ভূইঁয়া, মাওলানা হাফেজ মোজাফফর আহমদ, শামীম আজাদ, ডা. আক্তার ফারুক, খাজা মাঈনুদ্দীন শামীম, মাওলানা তমিজ উদ্দীন হেলালী, আজহারুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ