চট্টগ্রামে একদিনেই ৭০ বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় তিনহাজার রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছেন। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত মহান ভাষার মাস ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পার্কভিউ হাসপাতালের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্পে এসব রোগীর সেবা দেওয়া হয়।
একদিনে হাসপাতালের বিশেষজ্ঞ চেম্বারে আগত রোগীদের এ সেবা দেওয়া হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী। হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট মূর্তুজা রেজা ছিদ্দীক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আনোয়ার হোসেন, শিশু হেমাটো অনকোলজি বিভাগের প্রধান ডা. একেএম রেজাউল করিম, পার্কভিউ হাসপাতালের পরিচালক (অর্থ) ডা. মোহাম্মদ ইউসুফ, ন্যাশনাল হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. আবু নাছের প্রমুখ।
প্রধান অতিথি ডা. শেখ ফজলে রাব্বি বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিনামূল্যে রোগীদের সেবা প্রদান নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। সরকারের পাশাপাশি যদি বেসরকারি সেবা প্রতিষ্ঠানগুলোও স্বাস্থ্যসেবায় এগিয়ে আসে, সাধারণ মানুষ আরো বেশি উন্নত ও আধুনিক সেবা পাবে।’
বিডি-প্রতিদিন/শফিক