চট্টগ্রাম-কাপ্তাই সড়কের লিচুবাগান এলাকায় ট্রাকের সাথে সিএনজির ধাক্কায় গুরুত্ব আহত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার প্রকৌশল বিভাগের শিক্ষার্থী তাহমিদ চৌধুরী চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সোমবার সকালে তাহমিদ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চুয়েট ছাত্রকল্যাণ পরিচালক মশিউল হক।
তিনি বলেন, গত শনিবার ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের লিচুবাগার এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজি ট্যাক্সির সংঘর্ষে গুরুতর আহত যাত্রীদের চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় ফয়সাল রিদুয়ান কবির নামের একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করে। তাহমিদ চৌধুরী, কাজী রোসালিয়া এবং নাসিবা নাওয়ারকে আশংকাজনক অবস্থায় নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার/সাইদুল ইসলাম