চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে অংশ নিতে মেয়র পদে তিনজনসহ ৯৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ১৫ জন ও ৭৮ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী।
বৃহস্পতিবার চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
মেয়র পদে আওয়ামী লীগ থেকে দলীয় সমর্থন পাওয়া রেজাউল করিম চৌধুরী, বিএনপি থেকে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন এবং জাতীয় পার্টি থেকে মো. সোলায়মান আলম শেঠ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, বৃহস্পতিবার মেয়র পদে তিনজনসহ মোট ৯৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বাকিদের মধ্যে ১৫ জন রয়েছেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ও ৭৮ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী রয়েছেন। মেয়র পদে একজনসহ কাউন্সিলর পদে বিএনপির ব্যানারে বেশ কয়েকজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর আগে বুধবার মেয়র পদে দুইজনসহ কাউন্সিলর পদে ৩৬ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
মঙ্গলবার কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর আগে সর্বশেষ বুধবার পর্যন্ত মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক মন্ত্রী ও নগর আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বিএসসির ছেলে আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান। এখানে মেয়র পদে ফরম নিয়েছেন ইসলামী আন্দোল বাংলাদেশের জান্নাতুল ইসলাম। এখানে সংরক্ষিত মহিলা আসনে দুটি ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন, স্বতন্ত্র থেকে অশ্রু চৌধুরী এবং বিএনপি থেকে সাহিদা খানম ফরম সংগ্রহ করেছেন। এখানে পুরুষ কাউন্সিলর পদে মোট ৩২ জন ফরম সংগ্রহ করেছেন। এর আগে গত মঙ্গলবার দ্বিতীয় দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ১৪ জন কাউন্সিলর প্রার্থী।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তফসিল অনুযায়ী ২৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ২৭ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ তারিখ পহেলা মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মার্চ। ৯ মার্চ চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন/সাইদুল ইসলাম