চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে সংবর্ধনা দেয়া হচ্ছে বুধবার। নগর বিএনপির উদ্যোগ বিকেল ২টায় চট্টগ্রাম রেল স্টেশনে তাকে এ সংবর্ধনা দেয়া হবে।
চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বলেন, ‘বুধবার বেলা ২টায় ঢাকা থেকে চট্টগ্রামে আসবেন ডা. শাহাদাত হোসেন। এ সময় রেল স্টেশনে ওনাকে সংবর্ধনা দেবে মহানগর বিএনপির পক্ষ থেকে। সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রামের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।’
জানা যায়, ডা. শাহাদাত হোসেনকে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর বুধবার প্রথমবারের মত চট্টগ্রাম আসবেন। এ আগমনকে সামনে রেখে ব্যাপক শোডাইনের প্রস্তুতি নিয়েছে মহানগর বিএনপি ও তার অঙ্গ সংগঠন। এ শোডাইনের মাধ্যমে নির্বাচনের নিজেদের প্রস্তুতির আগাম জানাতে চায়। তাই নগরীর ৪১ ওয়ার্ডের নেতা কর্মীদের ওই সংবর্ধনা অনুষ্ঠানে আসার নির্দেশনা দেয়া হয়েছে। একই সাথে চট্টগ্রাম বিএনপির সিনিয়র নেতাদেরও ওই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশনা দেয়া হয়েছে কেন্দ্র থেকে।
বিডি প্রতিদিন/এ মজুমদার/সেলিম