চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনে এবার মেয়র পদে ৯ জন, সংরক্ষিত কাউন্সিলর ৫৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২২০ জন প্রার্থী নির্বাচন করছেন। বৃহস্পতিবার এসব প্রার্থীরা চসিকের রির্টানিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
তিনি বলেন, সারাদিন উৎসবমুখর পরিবেশে নিয়মতান্ত্রিকভাবে শৃঙ্খলা মেনেই প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আগামী ১ মার্চ মনোনয়ন ফরম যাচাই-বাছাই করা হবে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে।
প্রসঙ্গত, চসিকের মেয়র পদে ১১ জন মেয়র পদে, ৭৯ জন সংরক্ষিত কাউন্সিলর ও ৪৪১ জন সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত