চট্টগ্রামে ব্যবসায়ীকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন-মো মামুন, আবদুল্লাহ ওয়াহিদ জিহান, রমজান এবং আরিফ।
শুক্রবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ।
বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বলেন, গ্রেফতার ব্যক্তিরা আল মামুন নামে এক গার্মেন্টস মেশিনারিজ ব্যবসায়ীকে মেশিনারিজ বিক্রির কথা বলে ডেকে নিয়ে জিম্মি করে মুক্তিপণ দাবি করে। তাকে মারধরও করা হয়। এক পর্যায়ে ব্যবসায়ী মো. আল মামুনের পকেটে থাকা ১৫ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে নেয়।
টাকার জন্য মারধর করলে এক বন্ধুর কাছ থেকে বিকাশে ১০ হাজার টাকা অপহরণকারীদের একজনের কাছে পাঠান। এক পর্যায়ে ব্যবসায়ী মো. আল মামুনের সামনে ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম রেখে ছবি তুলে তাকে পুলিশের কাছে হস্তান্তরের ভয় দেখায় তারা। পরে ওই ব্যবসায়ী কৌশলে পালিয়ে এসে ৯৯৯ এ কল করে বিষয়টা পুলিশকে জানায়। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এমআই