চট্টগ্রাম বন্দরের ১৩ নম্বর বার্থের ডক অফিস এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্ণফুলী নদীতে জোয়ারে ভেসে আসা মরদেহটি মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ভাসতে দেখে পুলিশ উদ্ধার করে।
এরপর বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
সদরঘাট নৌ পুলিশের ওসি এবিএম মিজানুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার