২৮ নভেম্বর, ২০২০ ২২:৫৭

‘বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ ইন্ধনে দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

‘বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ ইন্ধনে দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে’

দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। বিএনপি ও জামায়াত-শিবিরের প্রত্যক্ষ ইন্ধনে চলছে এই ষড়যন্ত্র। তাদের ইন্ধনে জঙ্গি, মৌলবাদী ও অসাম্প্রদায়িকতা বিরোধী একটি চক্র সরকারের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্রে উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ।

শনিবার চট্টগ্রাম জেলা পরিষদ চত্বরে জাতীয় শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে উগ্র মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে এ মন্তব্য করেন তিনি। 

নোমান আল মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার যখন বিশ্বে উন্নয়নের অনন্য দৃষ্টান্ত হয়ে উঠছে, দেশকে অগ্রগতির মাইলস্টোনে নিয়ে যাচ্ছে, ঠিক সেসময় বিএনপি-জামায়াত-শিবিরের ষড়যন্ত্র করছে। 

কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মো. ইছার সভাপতিত্বে ও যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য আবদুল মান্নান ফেরদৌসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ, দিদারুল আলম মাসুম, শ্রমিক নেতা সিরাজুল ইসলাম, সাবেক কাউন্সিলর নাজমুল হক ডিউক, হাসান মুরাদ বিপ্লব, দিদারুল আলম, আনোয়ারুল ইসলাম বাপ্পী, জহির উদ্দিন বাবর, সুমন দেবনাথ, নগরবাইশ মহল­া কমিটির নেতা তারেক সর্দার, আবদুর রহিম, রেজাউল আলম রণি, বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদ সদস্য সচিব  মিরণ হোসেন মিরন প্রমুখ।

সমাবেশ শেষে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল জেলা পরিষদ চত্বর থেকে লালদিঘী, আন্দরকিল্লা, চেরাগী মোড় হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। 
 
বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর