চট্টগ্রামে অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীর নাম আবুল কাশেম।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহার করা একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে একটি ট্রাকে চালকের সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
এ সময় এক ব্যক্তিসহ ইয়াবা পরিবহনের কাজে ব্যবহার করা ট্রাকটিও আটক করা হয়। পরে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই