২৪ জানুয়ারি, ২০২১ ২১:০৬

গণগ্রেফতারের অভিযোগ বিএনপির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

গণগ্রেফতারের অভিযোগ বিএনপির

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনকে সামনে রেখে গণগ্রেফতারের অভিযোগ করেছে বিএনপি। তাদের দাবি, রবিবার রাত ৯টা পর্যন্ত নগরীর বিভিন্ন ওয়ার্ডের কমপক্ষে ৩০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে বিভিন্ন নেতার বাসা বাড়িতে তল্লাশির নামে অভিযান চালানো হচ্ছে।

মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের মিডিয়া সেলের সদস্য সচিব ইদ্রিস আলী বলেন, ‘নগরীর বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গণগ্রেফতার করছে পুলিশ। রবিবার রাত ৯টা পর্যন্ত সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে কমপক্ষে ৩০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সিনিয়র নেতাদের বাসায় তল্লাশির নামে অভিযানও চালানো হচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে নির্বাচনে এজেন্টও দিতে পারবে না বিএনপি। তাই গণগ্রেফতার বন্ধের দাবি করছি সরকারের কাছে।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর