উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মা মাছ, জীববৈচিত্র এবং ডলফিন রক্ষায় পরিচালিত ভ্রাম্যমাণ অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ইঞ্জিনচালিত ১৫টি নৌকা থেকে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।
আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে ২টা ৩০ পর্যন্ত হালদা নদীর উত্তরে মাদার্শা ইউনিয়নের কুমারখালী ঘাট (মাহাজনের টেক) এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন।
তিনি বলেন, অভিযান পরিচালনা করে ইঞ্জিনচালিত ১৫টি নৌকা থেকে ইঞ্জিনের যন্ত্রাংশ, কড়াই, টুকড়ি, নোঙর, তেল, ইঞ্জিনের হাতলসহ বিভিন্ন উপকরণ নষ্ট করে অকেজো করে দেওয়া হয়। যাতে করে তারা আর বালি উত্তোলন করতে না পারে। হালদা নদী রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/আবু জাফর