চট্টগ্রাম নগরে সদরঘাট থানার কদমতলী এলাকায় দ্রুতগতিতে আসা একটি গাড়ির ধাক্কায় মো. তুহিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মো. বেলালের সন্তান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, কদমতলী এলাকায় ভোরে একটি দ্রুত গতির গাড়ি তুহিনকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃতু ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        