চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪০০ শিক্ষার্থীকে বাংলা অভিধান উপহার দেওয়া হয়েছে। উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার নবম এবং দশম শ্রেণীর ৪০০ শিক্ষার্থীকে অভিধানগুলো উপহার দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন।
আজ রবিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে এ উপহার তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন বলেন, মুজিববর্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচি উপলক্ষে ভাষার মাসে শুদ্ধভাবে বাংলা ভাষা চর্চা এবং শিক্ষার্থীরা নতুন নতুন বাংলা শব্দের সঙ্গে পরিচিতি হতে উৎসাহিত করতে ৪০০ জনকে বাংলা অভিধান উপহার দেওয়া হয়।
এই অভিধান শিক্ষার্থীদের শুদ্ধভাবে বাংলা লিখতে সহায়তা করবে। একই সঙ্গে শুদ্ধভাবে বাংলা ভাষা চর্চায় সহায়ক হবে। শিক্ষার্থীরা নতুন নতুন বাংলা শব্দের প্রতি এবং বাংলা বানানের প্রতি আগ্রহী হবে- এটাই প্রত্যাশা।
বিডি প্রতিদিন/আবু জাফর