নগরীর আগ্রাবাদ এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ চলাকালে ওয়াসার পাইপলাইন কাটা পড়ে বিশাল এলাকা সয়লাব হয়ে গেছে। এ ঘটনার পর পরই গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় এবং আগ্রাবাদ এলাকায় পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এতে সাধারণ মানুষ ও এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
আজ শনিবার ভোরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) এর শ্রমিকরা বনানী কমপ্লেক্সের সামনের সড়কে পাইলিংয়ের কাজ করার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ।
দ্রুত মেরামতের কাজ শুরু করা হয়েছে জানিয়ে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ বলেন, ওয়াসার পাইপলাইন কাটা পড়ায় লাইনে পানি সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। এতে আগ্রাবাদবাসী সাময়িক সমস্যার সম্মুখীন হচ্ছেন। মেরামতের কাজ দ্রুত গতিতে চলছে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে আমাদের পাইপলাইনের ম্যাপ দেওয়া হয়েছে। কাজ করার সময় আমাদেরকে অবহিত করার কথা ছিল। প্রয়োজনে আমাদের লোকজনও থাকতো। কিন্তু আমাদের না জানিয়ে কাজ করেছে। এখন মানুষ তাদের ভোগান্তির জন্য দোষ দেবে ওয়াসাকে।
বিডি প্রতিদিন/আবু জাফর