স্বামী-স্ত্রী মিলেই করে আসছিল ইয়াবার রমরমা ব্যবসায়। কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে এসে পরবর্তিতে তা পাইকারে বিক্রি করত চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায়। অবশেষ তাদের সেই ‘যৌথ মাদক ব্যবসা’য় হানা দিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো অঞ্চল। অভিযানে গ্রেফতার করা হয় সুমী আকতার ও স্বামী মো. মোরশেদকে। এ সময় জব্দ করা হয় ৩৩শ পিস ইয়াবা। বুধবার সকালে নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মেট্রো মাদক অঞ্চলের উপ-পরিদর্শক মো রাশেদুজ্জামান বলেন, স্বী-স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল। তারা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার চালান এনে চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় পাইকারে মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতো। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন