চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের বড়দীঘির উত্তর পাড় এলাকায় পুকুরে ডুবে ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত বোনের নাম উম্মে হাবিবা এবং ভাইয়ের নাম মোহাম্মদ আবু বকর ছিদ্দিক। তারা দুইজনই স্থানীয় সুলতান নশরত শাহ নুরানি ও ইবতেদায়ি মাদ্রাসার তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে পড়ত।
চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদের সদস্য মুহাম্মদ আজীম বলেন, স্থানীয় এলিট এঞ্জেলের পাশে গোলাপুর রহমানের ভাড়া ঘরে থাকত তারা। বিকেলে সবার অগোচরে খেলার সময় ছোট ভাই মোহাম্মদ আবু বক্কর ছিদ্দিক পুকুরে পড়ে যায়। তাকে দেখে বাঁচাতে যায় বড় বোন মোছাম্মৎ উম্মে হাবিবা। এ সময় ভাই বোন দুইজনই পুকুরে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন ভাই-বোনের নিথর দেহ উদ্ধার করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার