বাংলাদেশ রেলওয়ে পূর্ব ও পশ্চিমাঞ্চলের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই চীফ-কমান্ডেন্ট রদবদল হয়েছে। এতে পশ্চিমাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চীফ-কমান্ডেন্ট মো. আশাবুল ইসলামকে পূর্বাঞ্চলে এবং পূর্বাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহনীর চীফ-কমান্ডেন্ট মো. জহিরুল ইসলামকে পশ্চিমাঞ্চলের চীফ-কমান্ডেন্ট হিসেবে বদলি করা হয়েছে।
সোমবার রেলওয়ের সংস্থাপন শাখার উপ-পরিচালক-ই-১ শাহ আলম স্বাক্ষরিত এ আদেশ জারি করা হয়েছে। জনস্বার্থে বদলি ও পদায়নের এ আদেশ অবিলম্বে এ আদেশ কার্যকর করতেও বলা হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলওয়ের দুই অঞ্চলের সাবেক দুই প্রধান মো. ইকবাল হোসেন (সদ্য প্রয়াত) ও পাত্ত্বা ভূঁইয়া দায়িত্ব পালনের সময় বিতর্কিত কিছু ঘটনার জন্য ব্যাপক আলোচিত-সমালোচিত ছিলেন। দুইজনেই অবসরের পরে নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইকবাল হোসেন মারা যান। এরপর করোনা পরিস্থিতিতে দুই অঞ্চলের নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারী চলমান পরিস্থিতি মোকাবেলায় কাজ করে আসছিলেন। এতে রেলওয়ের দুই অঞ্চলের কর্মকাণ্ড আরো গতিশীল করতে এমন রদবদল করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন