চট্টগ্রামের হাটহাজারী থেকে মো. আজম নামে এক মুদি দোকানদারের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মন্দাকিনী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আজম ওই এলাকার মুক্তিযোদ্ধা সামশুল আলমের ছেলে।
হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে নিজ দোকানে ঘুমাতে যান আজম। সকালে তার ভাই দোকানে এসে বেশ কিছুক্ষণ ডাকাডাকি করে। কোন সাড়া না পেয়ে স্থানীয়দের মাধ্যমে টিনের চাল খুলে তার গলাকাটা লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে।
ওসি বলেন, ‘দোকানের ভেতর থেকে দরজা বন্ধ ছিল। নিহতের শরীর চাদর দিয়ে ঢাকা ছিল। শরীরেও আঘাতের কোন চিহ্ন নেই। তাই এটি খুন নাকি আত্মহত্যা তা বলা যাচ্ছে না। বিষয়টা গুরুত্বের সহকারে তদন্ত করা হচ্ছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার