চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ক্যাম্প বাজারে বিএসটিআইয়ের কর্মকর্তা সেজে বেকারিতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে বাবু চৌধুরী (২৮) নামে এক প্রতারক। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় বেকারির মালিক রিফাত চৌধুরী পটিয়া থানায় মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধলঘাট ক্যাম্প বাজারে রিফাত চৌধুরীর মালিকানাধীন বেকারিতে গত ২০ মে রাতে তিনজন অপরিচিত লোক ঢুকে বিভিন্ন খাদ্যসামগ্রী দেখতে থাকে। এ সময় তারা বেকারির ভিডিও করতে থাকে। এক পর্যায়ে তাদের পরিচয় জানতে চাইলে বাবু চৌধুরী বিভিন্ন গণমাধ্যমের কার্ড এবং ভোক্তা অধিকারের ভিজিটিং কার্ড দিয়ে বিএসটিআইয়ের কর্মকর্তা পরিচয় দেয়।
বেকারির মালিক রিফাত চৌধুরী বলেন, এসময় সে বেকারির বিএসটিআইয়ের লাইসেন্স আছে কিনা জানতে চাইলে আমি নেই বলি। সে আমাকে লাইসেন্স করতে ২ লাখ টাকা লাগবে বলে জানায়। এত টাকা দিতে পারব না বললে হুমকি-ধমকি দিতে থাকে। একপর্যায়ে তারা টাকার জন্য দর কষাকষি করলে ২০ হাজার টাকা দিতে বাধ্য হই। পরে খবর নিয়ে জানতে পারি সে আমার সঙ্গে প্রতারণা করেছে। গত মঙ্গলবার আবার আমার বেকারিতে আসলে তাকে ধরে পুলিশে সোপর্দ করি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার বলেন, বাবু চৌধুরী নামে বিএসটিআইয়ের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভুক্তভোগী রিফাত চৌধুরী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার