চট্টগ্রামের হাটহাজারীর একটি খাল থেকে অজ্ঞাত গলিত লাশ উদ্ধার করেছে। শুক্রবার সকালে উপজেলার পুরালিয়া খালের লোহারপুল এলাকা থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।
হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাত গলিত লাশটি উদ্ধার করা হয়। ওই লাশ গলে পচে যাওয়ায় শুধু কঙ্কাল উদ্ধার করা হয়েছে। তাই নারী কিংবা পুরুষ তা নিশ্চিত করা যায়নি। এ লাশের রহস্য উম্মোচনে কাজ শুরু করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/আল আমীন