চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার ২ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।
সোমবার দুপুরে সিএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ এ তথ্য জানান।
রবিবার সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল করা হয়।
সহকারী কমিশনার (এসি) সিএমপি (ট্রাফিক-উত্তর) মু.শরিফুল ইসলামকে এসি (ডিবি-উত্তর) ও সহকারী কমিশনার সবির উদ্দিনকে এসি (ট্রাফিক-উত্তর) বদলি করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত