চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে সাড়ে ৭৩ হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে মহাসড়কের সাতকানিয়া এবং চন্দনাইশ অংশে এ অভিযান চালানো হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পুলিশে তৎপরতা বৃদ্ধি করা হয়। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের চন্দনাইশ অংশের দোহাজারি এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। পরে ওই কাভার্ড ভ্যান থেকে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। অভিযানে গ্রেফতার করা হয় নয়ন মজুমদার, বেলায়েত হোসেন এবং সফিউল হক ইমন নামে তিন মাদক ব্যবসায়ীকে।
একই রাতে সাতকানিয়া কেরানীহাট এলাকায় স্প্রাইটের বোতলের ভেতর বিশেষ কায়দায় পাচারের সময় ২৩ হাজার ৪শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় গ্রেফতার করা হয় মো সাজ্জাদ ওরফে সোহেল এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন