চট্টগ্রামে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। তারা হলেন- আনিছা আকতার (৬) ও সাকিবা আকতার (৬)। বৃহস্পতিবার দুপুরে রাউজান উপজেলার সদরের আনু মিয়া চৌধুরীর বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আনিছা জানে আলম ও সাকিবা মাহাবুবুল আলমের মেয়ে। তারা সম্পর্কে চাচাতো বোন।
রাউজান থানা পুলিশ জানিয়েছে, দুপুরে খেলা করার সময় দুই শিশু পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আরাফাত