চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন খেজুরতলা এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ অর্থসহ ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মোরশেদ (২৯), মো. রাসেল (২৫), রতন মাঝি (৫২), আবুল কালাম (৫৫) ও মো. শাকিল (২৪)।
মঙ্গলবার উক্ত এলাকা থেকে গ্রেফতার করেন বলে জানান চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফাফিজুর রহমান।
তিনি বলেন, অভিযানের সময় জুয়ার সরঞ্জাম ও নগদ ১ হাজার ২০০ টাকাসহ ৫ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। তবে মঙ্গলবার বিকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার