চট্টগ্রাম নগরের খুলশী এলাকা হতে বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ দুইজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৭। গতকাল বুধবার (২৫ আগস্ট) রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- খুলশী থানার ওয়ার্লেস কলোনী এলাকার মো. শাহীন (২৫) ও একই এলাকার মো. সুমন (৩৫)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে খুলশী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল এবং একটি ম্যাগাজিনসহ দুইজন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের কার্যক্রম করে আসছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামল করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত